কোহলিকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে ওয়ার্নার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন সেও এক বছরের বেশি হলো। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার জার্সিতে এই সংস্করণের ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। তবে এখনও চালিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেড’। সেখানে ব্যাটহাতে আলো ছড়িয়ে এবার নাম লেখালেন এক রেকর্ডে। পেছনে ফেললেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে।
দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন ওয়ার্নার। আজ মঙ্গলবার (১২ আগস্ট) ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়ার্নারের দল। এ ম্যাচে ব্যাটহাতে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন এই অসি তারকা। তার ইনিংসটি সাজানো ছিল ১২ চার আর এক ছক্কায়। এই ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক সংগ্রাহকের তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ওয়ার্নার। পেছনে ফেলেছেন কোহলিকে।
ওয়ার্নারের আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বরে ছিলেন বিরাট কোহলি। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে ৪১৪ টি-টোয়েন্টি ম্যাচে কোহলির রান ১৩ হাজার ৫৪৩। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ৭১ রানের এই ইনিংস দিয়ে ৪১৯ ম্যাচে ওয়ার্নারের রান ১৩ হাজার ৫৪৫।
এই তালিকায় সবার ওপরে আছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা উইন্ডিজ তারকা ক্রিস গেইল। পেশাদার ক্রিকেট ছেড়ে দিলেও এখনও তাকে পেছনে ফেলতে পারেনি কেউ। ৪৬৩ ম্যাচে ১৪৪.৭৫ স্ট্রাইকরেট এবং ৩৬.২২ গড়ে তার রান ১৪ হাজার ৫৬২ রান।
তালিকার দুই নম্বর নামটাও আরেক ক্যারিবিয়ান তারকার। ৭০৭ ম্যাচে ১৩ হাজার ৮৫৪ রান কাইরন পোলার্ডের। তিন নম্বরে আছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। ৫০৩ ম্যাচে ১৩ হাজার ৮১৪ রান তার। চার নম্বরে আছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ৫৫৭ ম্যাচে ১৩ হাজার ৫৭১ রান করেছেন পাকিস্তানি এই তারকা।
চলমান টুর্নামেন্টেই আরও এক ধাপ ওপরে উঠার সুযোগ আছে ওয়ার্নারের সামনে। আর ২৬ রান করলেই ছাড়িয়ে যাবেন শোয়েব মালিককে। জায়গা করে নেবেন চার নম্বরে।
তবে নিজের মাইলফলক গড়ার ম্যাচটিতে হেরেছে ওয়ার্নারের দল লন্ডন স্পিরিট। ম্যানচেস্টার অরিজিনালসের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় তারা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৩ রান করেছে। মূলত ওয়ার্নার ছাড়া বলার মতো রান করতে পারেননি লন্ডনের অন্য কোনো ব্যাটার।