রোনালদোর ঝুলিতে নতুন রেকর্ড!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/cr7-al_nassr_1.jpg)
গত এক বছরে অসংখ্য রেকর্ড নিজের করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোটা ক্যারিয়ারেই রেকর্ডের পর রেকর্ড গড়া পর্তুগিজ এই সুপারস্টার এবার স্পর্শ করলেন নতুন আরেকটি মাইলফলক। রোনালদো নিজের নাম লেখালেন আরেকটি ‘প্রথমে’।
সৌদি ক্লাব আল-নাসেরের জার্সিতে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মাঠে নেমেছিলেন রোনালদো। ম্যাচে আল-রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আল-নাসের। একটি গোল করেন রোনালদো, পেশাদার ক্যারিয়ারে যেটি তার ৯২১তম গোল।
তবে, সিআরসেভেন রেকর্ড গড়েছেন অন্য জায়গায়। ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ ম্যাচে জয়ের স্বাদ পেলেন তিনি। আল-নাসেরের জার্সিতে এটি তার ৬৬তম জয়।
ক্লাব ক্যারিয়ারে মোট ৫টি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। এর মধ্যে প্রথম ক্লাব স্পোর্টিং সিপির জার্সিতে জিতেছিলেন ১৩টি ম্যাচ। সর্বোচ্চ ৩১৬ ম্যাচে জয়ের স্বাদ পান রিয়াল মাদ্রিদের জার্সিতে। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো জেতেন ২১৪ ম্যাচ। জুভেন্টাসে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ৯১ ম্যাচে।
গত বছর পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। সেখানেও তিনি প্রথম ও একমাত্র। আর চারদিন পর ৪০ বছরে পা দেবেন ফুটবলের এই মহাতারকা। এখনও সমান উদ্যমে নিজেকে এগিয়ে নিচ্ছেন তিনি। জানিয়েছেন, সব ঠিক থাকলে হাজারতম গোল করার আগে থামতে চান না।