জন্মদিনে রোনালদোকে রিয়াল মাদ্রিদের শুভেচ্ছা
রিয়াল মাদ্রিদের একটি অভ্যাস হলো, ক্লাব ছেড়ে যাওয়া ফুটবলারদের নিয়ে কোনো মাতামাতি করে না তারা। ব্যাপারটা এমন, যে চলে যায় তাকে নিয়ে কোনো আলাপে রাজি নয় ক্লাবটি। ২০১৮ সালে মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। তারপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে সিআরসেভেনের বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আল-নাসের।
প্রথা ভেঙে গত বছর সেপ্টেম্বরে রোনালদোকে শুভেচ্ছা জানিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। সিআরসেভেনের ৯০০ ক্যারিয়ার গোলের পর তাকে নিয়ে অর্ধযুগ পর পোস্ট করেছিল মাদ্রিদ। এবার আরও একবার নিজেদের টাইমলাইনে এই মহাতারকাকে তুলে আনল ক্লাবটি। আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ৪০ বছরে পা দিয়েছেন রোনালদো। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে মাদ্রিদ।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রিয়াল মাদ্রিদ লিখেছে—প্রিয় ক্রিস্টিয়ানো, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আপনার ৪০তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানাই। মাদ্রিদের প্রতিটি সমর্থক আপনাকে নিয়ে গর্বিত। আপনি কিংবদন্তি, আমাদের ইতিহাসের অংশ। কী অসাধারণভাবে মাদ্রিদের প্রতিনিধিত্ব করেছেন। জন্মদিনে আপনার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে চমৎকার একটি দিন কাটুক।
রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তর্কসাপেক্ষে ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার তিনি। কিংবদন্তি এই ফুটবলার স্প্যানিশ ক্লাব মাদ্রিদে ছিলেন দীর্ঘ ৯ বছর। এই সময়টাতে ক্লাবকে যেমন দু'হাত ভরে দিয়েছেন, ক্লাবও দিয়েছে তাকে।