মার্সেলোকে ‘ভাই’ ডেকে রোনালদোর আবেগঘন বার্তা
রিয়াল মাদ্রিদে দুজন একসঙ্গে খেলছেন দীর্ঘ ৯ বছর। ক্রিস্টিয়ানো রোনালদো ও মার্সেলোর সম্পর্ক ছিল সতীর্থের চেয়ে বেশি। সিআরসেভেনের সাফল্যে সমানভাবেই আনন্দিত হতেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। বাম প্রান্ত থেকে রোনালদোকে সবচেয়ে বেশি সহায়তাও করতেন তিনি। সেই মার্সেলো গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিদায় জানিয়েছেন ফুটবলকে।
মার্সেলোর বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন রোনালদো। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রোনালদো বিদায়ী বার্তা জানান মার্সেলোকে। সেখানে সাবেক সতীর্থকে ‘ভাই’ বলে সম্বোধন করেন পর্তুগিজ এই মহাতারকা। তুলে ধরেন দুজনের বন্ধুত্বের স্মৃতি।
রোনালদো লেখেন, ‘আমার ভাই, কী দুর্দান্ত ক্যারিয়ার! আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, অনেক অর্জন করেছি। বহু জয় এসেছে এবং সাক্ষী হয়েছি এমন সব মুহূর্তের যা ভোলার নয়। তুমি সতীর্থের চেয়ে বেশি কিছু, জীবনের একটা অংশ। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। জীবনের এই পর্যায়ে তোমার সর্বোচ্চ সাফল্য কামনা করি।’
রোনালদো ও মার্সেলো রিয়াল মাদ্রিদে একসঙ্গে ৩৩২ ম্যাচ খেলেছেন। ৯ মৌসুম কাটিয়ে দুজন জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ, ২টি লা লিগা, ২টি কোপা দেল রে ও ২টি স্প্যানিশ সুপার কাপ।