‘নো সাকিবিয়ান-নো তামিমিয়ান, শুধু বাংলাদেশ’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/taamim.jpg)
সাকিব-তামিম না বাংলাদেশ; ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে উদ্ভূত পরিস্থিতিতে বারবার ঘুরে ফিরে আসছিল এই প্রশ্নটিই। সাকিব-তামিম দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে গেলেও ভক্তদের মাঝে বিভক্তি এখনও রয়ে গেছে। কিছু হলেই ভক্তদের এমন আলাদা হয়ে যাওয়া দিনশেষে দেশের ক্রিকেটের ক্ষতি করছে বলে মনে করেন তামিম ইকবাল।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএল ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভক্তদের অনুরোধ জানিয়ে তামিম বলেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়—সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন।’
তামিম আরও যোগ করেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মোর্ত্তজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা বাংলাদেশি। এসব বিভক্তি বন্ধ হওয়া উচিত; কারণ, এটি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, আর কিছু না। তাই দলকে সমর্থন করুন। এটি খুবই তরুণ একটা দল। তারা ভুল করবে, তারা ব্যর্থ হবে। কিন্তু এটাই আপনার দল। কোনো ব্যক্তি নয়, এখানে শুধুই একটি দল। আর সেটি হলো বাংলাদেশ।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/08/tamim_sakib.jpg)
২০২৩ ভারত বিশ্বকাপের সময় সাকিব–তামিমের নাম যতবার উচ্চারিত হয়েছে, সে তুলনায় ‘বাংলাদেশ দল’ কথাটা সমর্থকদের মুখে উঠেছে কতবার? তামিমের ভাষ্যমতে, বাংলাদেশ ভালো খেলুক কিংবা খারাপ; সবসময় তরুণদের পাশে থাকা উচিত সমর্থকদের। কারণ আজকের এই তরুণরাই একদিন সাকিব-তামিম হবে।