বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলোয়াড়ি জীবনের ইতি টনলেও যুক্ত থাকছেন ক্রিকেটের সঙ্গেই। দেশের ক্রিকেটর নতুন এক অধ্যায়ে যুক্ত হতে চলেছেন তিনি। জাতীয় দলের সাবেক এই ওপেনার পা রাখছেন ক্রিকেট প্রশাসনে। আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নিতে চান তিনি।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তামিম। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজেও তার সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। তামিম বলেন, ‘কেউ আগে থেকে বলতে পারে না যে সে বিসিবি সভাপতি হবে। তবে আসল প্রশ্ন হওয়া উচিত—আমি বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছি কি না। যদি আমি ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদের জন্য নির্বাচন হয়। কিন্তু ক্রিকেট বোর্ডের প্রক্রিয়া ভিন্ন। এখানে প্রথমে আপনাকে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়। এরপর যদি সভাপতি পদের জন্য দুজন প্রার্থী দাঁড়ান, তাহলে পরিচালকরাই ভোট দিয়ে একজনকে নির্বাচিত করেন। তাই, যদি জানতে চান আমি বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছি কি না—তাহলে বলতে পারি, আমার অংশগ্রহণের সম্ভাবনা খুবই ভালো। তবে এবার আমি পরিচালকের পদে নির্বাচন করছি।’
বিসিবি সভাপতি পদের নির্বাচনে আসতে হলে এর প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে তামিমকে। আপতত তিনি সেদিকেই মনোযোগ দিচ্ছেন তিনি। সভাপতি পদে লড়তে তাকে আগে বোর্ড পরিচালক হতে হবে, বর্তমানে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
তামিম জানিয়েছেন, তিনি সংগঠক হিসেবে যেসব দুটি ক্লাবে বিনিয়োগ করেছেন, তার একটি থেকে কাউন্সিলর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি পরিচালক পদে অংশ নিতে পারেন। সাবেক এই ওপেনারের মতে এখন সময় এসেছে এমন প্রার্থীদের বেছে নেওয়ার, যারা দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে সবচেয়ে উপযুক্ত।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড গঠিত হয় ২৫ জন পরিচালক নিয়ে। এই পরিচালকদের নির্বাচন তিনটি ক্যাটাগরির মাধ্যমে হয়। ক্যাটাগরি ১-এ ঢাকাভিত্তিক ক্লাবগুলোর ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ২-এ দেশের ৮টি বিভাগ ও ৬৪টি জেলার কাউন্সিলরদের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ৩-এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটা থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন পরিচালক সরাসরি মনোনীত হন। পরবর্তীতে এই ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন।
তবে বিসিবি নির্বাচন পিছিয়ে অ্যাডহক কমিটি গঠনের সম্ভাবনাও আছে। সেক্ষেত্রে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তী সময়ে দায়িত্বে থাকবেন। জাতীয় ক্রীড়া পরিষদও তাকে পরিচালক হিসেবে রাখার বিষয়টি বিবেচনা করতে পারে। এরপর তিনি সভাপতি পদেও লড়তে পারেন।
বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। এর পরের দিন বিসিবির তৎকালীন কমিটির প্রথম সভা হয়। সে হিসেবে বর্তমান কমিটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।