বিপিএলে খেলা বিদেশিদের পারিশ্রমিকের দায়িত্ব নিল বিসিবি
মাঠের লড়াই শেষে বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়েছে দলটি। বরিশালের গায়ে সেরার তকমা লাগলেও বিপিএলে লেগেছে বিতর্ক আর সমালোচনা। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু ছাপিয়ে গেছে সবকিছু।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে একাধিকবার আলোচনার পরেও কোনো সমাধান হয়নি। এবার তাই দায়িত্ব নিজেদের ওপরই নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
এই ব্যাপারে তিন ধরনের উদ্যোগের কথা জানিয়েছে বিসিবি। প্রথমত, বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা। বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে তারা। এছাড়া, সবধরনের লজিস্টিক্যাল সহায়তা দেওয়া হিসেবে ক্রিকেটারদের। বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর সব বিষয় তত্ত্বাবধান করা হবে।
পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নত করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে আরও নিয়ন্ত্রিত আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
দায়িত্ব নেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এই উদ্যোগ পেশাদারত্ব, টুর্নামেন্টের স্বচ্ছতা নিশ্চিত ও বিসিবির প্রতিশ্রুতি পূরণের বিষয়টিকে জোরালো করবে। সেটি স্থানীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই প্রযোজ্য। টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও অর্থনৈতিক প্রত্যাশা পূরণে সব অংশীজনের সঙ্গে বিসিবি আরও ভালোভাবে যুক্ত থাকবে।’