চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি আদর্শ নয়, বলছেন বাংলাদেশ কোচ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/bcb.jpg)
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। সবকিছু ঠিক থাকলে আইসিসির এই ইভেন্টে যোগ দিতে ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে দলীয় প্রস্তুতির জন্য স্রেফ পাঁচদিন সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। যা নিয়ে মোটেই সন্তুষ্ট নন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। ক্যারিবিয়ান এই কোচের মতে, বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের আদর্শ প্রস্তুতি হয়নি।
মূলত, গেল ৪০ দিন বিপিএল নিয়ে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ক্রিকেটারা। গত ৭ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের জয় দিয়ে পর্দা নেমেছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টটির। তারপর দিন থেকেই শুরু জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্পের সূচি অনুসীরে ৮ থেকে ১২—এই পাঁচদিন দলীয় প্রস্তুতির সুযোগ পাচ্ছেন ফিল সিমন্সের শিষ্যরা।
তাই দেশ ছাড়ার আগে এই ছোট অনুশীলন ক্যাম্পকে খুব আদর্শ প্রস্তুতি বলে মনে না সিমন্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমি মানছি যে এটি সেরা প্রস্তুতি নয়। তবে একটা জিনিস আমি বলব যে, তারা খেলার মধ্যে ছিল এবং সাদা বলের ক্রিকেটই খেলছিল। যার মানে স্কিলের দিক থেকে তারা তীক্ষ্ণই আছে।’
অনুশীলন ক্যাম্পের বাকি কয়েকদিন কি করতে হবে সেটাও বলে দিলেন কোচ। তার কথায়, ‘আমার মনে হয়, আগামী ৬-৭ দিনে ওদের মানসিকতা ৫০ ওভারের ক্রিকেটের দিকে আনতে হবে। স্কিল ওদের আছে, ওদেরকে পারফর্ম করতে দেখেছি আমরা। তাই এখন ৫০ ওভারের মানসিকতা আনাটাই মূল ব্যাপার। সামনের কয়েক দিন আমাদের অনুশীলনের সেশন দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যেখানে আমরা সকালে ব্যাটিং-বোলিং করব। পরে সন্ধ্যায় আলোর নিচেও একই। যাতে আমরা ৫০ ওভার ব্যাটিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।’