আল-নাসেরে সময় বাড়ছে রোনালদোর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/cristiano_ronaldo.jpg)
ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। নামটি যখন রোনালদো, শেষের আগে শেষ মানতে নারাজ তিনি। সৌদি আরবের ক্লাব আল-নাসেরে নিজেকে আরও ছড়িয়েছেন পর্তুগিজ যুবরাজ। গেল সপ্তাহে বয়স ৪০ পার করেছেন। এই বয়সেও অদম্য রোনালদো।
পর্তুগিজ মহাতারকার হাত ধরে আল-নাসের এসেছে পাদপ্রদীপের আলোয়। ক্লাবটিও তাই নিজেদের ঘরেই রাখতে চায় রোনালদোকে। এএফপিতে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিআরসেভেনের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছে আল-নাসের। নতুন চুক্তিতে ক্লাবটির সঙ্গে আরও এক বছর থাকবেন তিনি।
চলতি বছর জুনে আল-নাসেরের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হচ্ছে রোনালদো। নতুন চুক্তিতে ২০২৬ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। ৪০ পেরিয়েও নিত্যনতুন রেকর্ড গড়ছেন আল-নাসের অধিনায়ক। তার চোখ এখন প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার ক্যারিয়ার গোলের। ইতোমধ্যে ৯২৫টি গোল করেছেন তিনি।
এদিকে আল-নাসেরের মালিকানার একটি অংশ পেতে যাচ্ছেন রোনালদো। ক্লাবটির মালিকানার পাঁচ শতাংশ পাবেন তিনি। আল-নাসেরের পক্ষ থেকে এসব চুক্তির ব্যাপারে জানানো হয়েছে, ক্লাবের প্রতি রোনালদোর নিবেদন চমৎকার। ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। নতুন চুক্তির সময় তিনি কিছু বিষয়ে ক্লাবকে বলেছেন, সেসব বিবেচনায় রাখা হয়েছে। আল-নাসেরের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে যুক্ত হয়ে ফুটবলকে ছড়িয়ে দেবেন রোনালদো।