রোনালদো ঝলকে বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের শুভসূচনা

ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে পর্তুগাল। 'এফ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (৬ সেপ্টেম্বর) আর্মেনিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে তারা। পর্তুগালের এই দাপুটে জয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তাদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি একাই দুটি গোল করেছেন। এই ম্যাচটি ছিল পর্তুগালের সদ্যপ্রয়াত তারকা ফুটবলার দিওগো জোটার প্রতি উৎসর্গীকৃত, যার সম্মানে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ম্যাচের শুরু থেকেই পর্তুগাল নিজেদের আধিপত্য বিস্তার করে। আর্মেনিয়ার রক্ষণভাগকে কোণঠাসা করে একের পর এক আক্রমণে যেতে থাকে তারা। ম্যাচের ১০ম মিনিটেই পর্তুগালকে লিড এনে দেন জোয়াও ফেলিক্স। জোয়াও ক্যান্সেলোর নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে তিনি গোলটি করেন।
এরপর শুরু হয় রোনালদোর জাদু। ২১তম মিনিটে পেদ্রো নেতো'র কাছ থেকে পাওয়া একটি দুর্দান্ত ক্রসকে এক টাচে গোলে পরিণত করে পর্তুগালের লিড দ্বিগুণ করেন রোনালদো। এই গোলটি তার চিরাচরিত গোল করার দক্ষতারই প্রমাণ দেয়।
প্রথমার্ধের খেলা শেষের আগেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। এই গোলটি আসে জোয়াও ক্যান্সেলোর পা থেকে। রোনালদোর শট আর্মেনিয়ার গোলরক্ষক কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বল পেয়ে জালে জড়িয়ে দেন ক্যান্সেলো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও জ্বলে ওঠেন রোনালদো। ম্যাচের ৪৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে এক অসাধারণ দূরপাল্লার শটে গোল করেন তিনি। তার এই দর্শনীয় শটটি সরাসরি গোলের কোণায় প্রবেশ করে, যা গোলরক্ষকের পক্ষে ঠেকানো ছিল প্রায় অসম্ভব। এই গোলটি তার ক্যারিশম্যাটিক পারফরম্যান্সের এক দারুণ দৃষ্টান্ত। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তার ১৪০তম গোল।
৫৮তম মিনিটে কোচ রবার্তো মার্তিনেস রোনালদোকে মাঠ থেকে তুলে নেন। এর কিছু পরে, ম্যাচের ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স, এবং দলের স্কোরলাইনকে ৫-০ তে নিয়ে যান। এই গোলের মাধ্যমে দলের বড় জয় নিশ্চিত হয়।