নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারেনি ভারত

দুদলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ রোববারের (২ মার্চ) ম্যাচটি তাই বলে গুরুত্বহীন নয়। ভারত ও নিউজিল্যান্ডের লড়াইয়ের জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
এমন ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান তোলে ভারত।
ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি ভারত। রীতিমতো ব্যাটিং ধস নামে। ৩০ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় তারা। চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল মিলে যোগ করেন ৯৮ রান। তাতে, কিছুটা স্বস্তি আসে ভারত শিবিরে।
আউট হওয়ার আগে শ্রেয়াসের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৭৯ রান। ৯৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৭৯ করেন তিনি। ৬১ বলে ৪২ রান আসে অক্ষরের ব্যাট থেকে। শেষ দিকে ৪টি চার ও ২টি ছক্কায় হার্দিক পান্ডিয়ার ৪৫ বলে ৪৫ রানে ভর দিয়ে ভারত পায় আড়াইশ রানের কাছাকাছি সংগ্রহ।
নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ৪২ রানে নেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৪৯/৯ (রোহিত ১৫, গিল ২, কোহলি ১১, শ্রেয়াস ৭৯, অক্ষর ৪২, রাহুল ২৩, পান্ডিয়া ৪৫, জাদেজা ১৬, শামি ৫, কুলদীপ ১*; হেনরি ৮-০-০৪, জেমিসন ৮-০-৩১-১, ও’রোর্ক ৯-০-৪৭-১, স্যান্টনার ১০-১-৪১-১, ব্রেসওয়েল ৯-০-৫৬-০. রাচিন ৬-০-৩১-১)