বুমরাহর এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা

পেসারদের বড় শত্রু ‘চোট’। সবসময় পেসারদের আতংকে থাকতে হয় এই চোট নিয়ে। চোট থেকে বেঁচে থাকতে হয়, মেনে চলতে হয় অনেক কিছু। এমনকি কখনও কখনও বিরত থাকতে হয় খেলা থেকেও। সম্প্রতি ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ এমন সময় পার করছেন। বারবার চোটে পড়া এই পেসারকে চোট মুক্ত রাখতে বেছে বেছে ম্যাচ খেলাচ্ছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে বুমরাহ খেলেছেন তিন ম্যাচ। বাকি দুই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। এরপর ব্যস্ত সূচি ভারতের। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। বুমরাহকে এশিয়া কাপে সবগুলো ম্যাচ খেলালে পরের সিরিজগুলোতে তাকে না পাওয়ার সম্ভাবনা অনেক। যে কারণে বুমরাহকে এশিয়া কাপের সবগুলো ম্যাচ খেলানো নিয়ে দ্বিধায় ভুগছে ভারত।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভারতের এই দ্বিধার কথা জানিয়েছেন ভারতের স্কোয়াড নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা বিসিসিআইয়ের এক কর্মকর্তা।
বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘এটা একটা কঠিন সিদ্ধান্ত হবে। তবে বুমরাহ টেস্ট খেলতে ভালোবাসে। এখানে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট জড়িতও। টি-টোয়েন্টির ক্ষেত্রে সে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারে। যেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ।’
বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘যদি বুমরাহ এশিয়া কাপে খেলেন এবং ভারত যদি ফাইনাল খেলে তাহলে কোনোভাবেই সে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে না। তখন প্রশ্ন উঠবে, আপনি কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুমরাহকে খেলাবেন, নাকি সে এক মাস বিশ্রাম নিয়ে এশিয়া কাপে খেলবে। এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে? এই সিদ্ধান্তটাই নিতে হবে অজিত আগারকর ও গৌতম গম্ভীরকে।’