ফাইনালে ওঠার ম্যাচে ভারতকে মাঝারি লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে হার মেনেছিল ভারত। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে পরাজয়ের তিক্ততা মেনে নেয় ব্লু আর্মিরা। চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালে আজ মঙ্গলবারের (৪ মার্চ) ম্যাচটি ভারতের জন্য তাই প্রতিশোধের। এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অবশ্য খুব বেশি সংগ্রহ গড়তে পারেনি অসিরা। ৪৯.৩ ওভারে অলআউট হয়েছে ২৬৪ রান।
ব্যাট হাতে শুরুটা ভালো করেছে অস্ট্রেলিয়া। ভারতকে পেয়ে বরাবরের মতোই জ্বলে ওঠেন ট্রাভিস হেড। ৪ রানে ওপেনার কুপার কন্নোলি বিদায় নিলেও হেড ও স্টিভেন স্মিথ মিলে গড়েন ৫০ রানের জুটি। মোহাম্মদ শামির এক ওভারে টানা ৩টি বাউন্ডারি মেরে বড় সংগ্রহের ইঙ্গিত দেন হেড। তবে, ৩৩ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৩৯ রান করে বরুন চক্রবর্তীর স্পিনে কুপোকাত হন হিড, ক্যাচ নেন শুভমান গিল।
এরপর অসিদের টেনে নেন অধিনায়ক স্মিথ। ভারতীয় বোলারদের ধীরস্থিরভাবে দেখেশুনে ৯৬ বলে ৭৩ রান করেন স্মিথ। তিনি বোল্ড হন শামির বলে। মার্নাস লাবুশেন ৩৬ বলে ২৯ রান করে লেগ বিফোর হন রবীন্দ্র জাদেজার বলে।
তবে, অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখান অ্যালেক্স ক্যারি। ৮টি চার ও ১ ছক্কায় ৫৭ বলে ৬১ রান আসে ক্যারির ব্যাট থেকে। তিনি রান আউট না হলে অসিদের পুঁজি নিঃসন্দেহে আরও চ্যালেঞ্জিং হতো। কিন্তু, শেষের দিকে দ্রুত উইকেট তুলে অস্ট্রেলিয়ার সেই স্বপ্নের ইতি টানেন ভারতের বোলাররা।
ভারতের পক্ষে শামি নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান বরুণ ও জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ২৬৪/১০ (হেড ৩৯, কন্নোলি ০, স্মিথ ৭৩, লাবুশেন ২৯, ইংলিস ১১, ক্যারি ৬১, ম্যাক্সওয়েল ৭, দার্শিশ ১৯, জাম্পা ৭, এলিস ১০, তানভীর ১*; শামি ১০-০-৪৮-৩, পান্ডিয়া ৫.৩-০-৪০-১, কুলদীপ ৮-০-৪৪-০, বরুণ ১০-০-৪৯-২, অক্ষর ৮-১-৪৩-১, জাদেজা ৮-১-৪০-২)