যে কারণে শাস্তি পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড

সম্প্রতি টি-টেয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ফিরেছে অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম টি২০ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে অসি ব্যাটার টিম ডেভিডকে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।
২৮ জুলাই সেন্ট কিটসে পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বল লেগ-সাইডে খানিকটা বাইরে দিয়ে গেলেও সেটি ওয়াইড দেননি আম্পায়ার। এতে তিনি অসন্তুষ্ট হয়ে দুই হাত প্রসারিত করে আম্পায়ারের দিকে এগিয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী এটিকে অশোভন আচরণ হিসেবে গণ্য করা হয়। বিষয়টি নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার জাহিদ বাসারাথ ও লেসলি রেইফার।
আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে আইসিসি নিশ্চিত করেছে যে আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর ধারা লঙ্ঘন করেছেন ডেভিড। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা সংক্রান্ত এই ধারা লঙ্ঘন করায় তাকে এবার জরিমানা গুণতে হচ্ছে। জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই অসি ব্যাটারকে। তবে তিনি নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি রিয়ন কিংয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ার ফলে কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ওয়েস্ট ইন্ডজ সিরিজে অসি ব্যাটার টিম ডেভিড তিনটি ম্যাচে মাঠে নেমে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন দুটিতে, রান করেছেন ১৩২। তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে ১০২ রানের ইনিংস খেলেন। এরপর জরিমানার মুখে পড়া পঞ্চম ম্যাচটিতে তার ব্যাট থেকে এসেছে ৩০ রান, যেটি দলের জয়ে বড় ভূমিকা রাখে।