এবারের আইপিএলে চালু হচ্ছে কঠিন নিয়ম

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গল্পটা বদলে দিয়েছে আইপিএল। হয়ে উঠেছে টি-টোয়েন্টির সবচেয়ে আরাধ্য টুর্নামেন্ট। প্রতি বছর দর্শকরা অপেক্ষায় থাকেন ভারতের এই আসরের। এবার আসর শুরুর আগে মেগা নিলাম তোলপাড় তুলেছে চারদিকে। সেখানে বাজিমাত করে মাঠের লড়াইয়ে নামার পালা।
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন আসর। আসন্ন আসরে থাকছে নতুন কিছু নিয়মও। যার অনেকগুলোই বোধকরি পছন্দ হবে না ক্রিকেটারদের। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বেশ কড়াকড়িই দিতে চলেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, শক্ত নিয়মের মধ্য দিয়ে হাঁটতে যাচ্ছে বিসিসিআই। যেখানে সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যে নতুন নিয়মগুলো মেইল করে দিয়েছে বিসিসিআই।
কয়েকটি ক্যাটাগরিতে মোটামুটি ১৫টির মতো নিয়ম চালু করছে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে আছে অনুশীলন নিয়ে কড়াকড়ি বেশি। অনুশীলনের জন্য মাঠের মাঝে দুটি করে নেট পাবে প্রতিটি দল। সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে যেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে। অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই যেতে হবে। ম্যাচের দিন কোনো অনুশীলন করা যাবে না।
অনুশীলন সংক্রান্ত কোনো অনুরোধের জন্য এবং ম্যাচের দিন ফিটনেস পরীক্ষা করাতে চাইলে মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। ম্যাচের দিন বোর্ডের দেওয়া পরিচয়পত্র নিয়ে সবাইকে মাঠে যেতে হবে। যদি কোনো দলের কেউ সেই পরিচয়পত্র নিয়ে যেতে ভুলে যান তা হলে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয় বার একই ভুল করলে সেই দলকে জরিমানা করা হবে।
খেলা শেষ হওয়ার পর প্রায়ই খেলোয়াড়রা হাতাকাটা জার্সি পরেন। এটি খুবই কমন একটি দৃশ্য। এবারের আইপিএলে এসব করা যাবে না। বিশেষত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কোনোভাবেই হাতকাটা জার্সি পরা যাবে না। কোনো ক্রিকেটার এমনটা করলে প্রথম বার তাকে সতর্ক করা হবে। দ্বিতীয় বার করা হবে জরিমানা।