ভারতের বাড়তি সুবিধা নিয়ে কী বললেন নিউজিল্যান্ড কোচ?

গোট চ্যাম্পিয়নস ট্রফিতে আলোচনার জন্ম দিয়েছে ভারতের সুবিধার বিষয়টি। বিশেষত, একমাত্র দল, যাদের কোনো ভ্রমণ করতে হয়নি। একই ভেন্যুতে নিজেদের সব ম্যাচ খেলেছে। যেখানে অন্যান্য দলকে ছুটতে হয়েছে পাকিস্তান থেকে দুবাই, দুবাই থেকে পাকিস্তান।
সবচেয়ে বেশি ভ্রমণ হয়েছে নিউজিল্যান্ডের। ভারত বাদে বাকি ৭ দলের মধ্যে সবচেয়ে বেশি ঘুরতে হয়েছে কিউইদের। রাওয়ালপিন্ডি, করাচি, দুবাই, লাহোর—চার ম্যাচে চারটি আলাদা ভেন্যু। যেন যাযাবর এক দল। ফাইনালেও নিস্তার নেই। পাকিস্তান থেকে ফের ছুটতে হয়েছে দুবাই।
আসরজুড়ে ভারতের এমন একচ্ছত্র সুবিধা নিয়ে অনেকে অনেক কথা বললেও, ফাইনালের আগে নেতিবাচক মন্তব্য করতে নারাজ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তার মতে, যেটি তাদের হাতে নেই, তা নিয়ে আলোচনা করা ঠিক নয়। যদিও, নিজেদের ক্লান্তির কথা তুলে ধরেছেন তিনি।
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে স্টিড বলেন, ‘এটি আসলে আমাদের হাতে নেই। এতে কোনো সন্দেহ নেই, ভ্রমণের সূচিটা আমাদের জন্য কঠিন ছিল। তবে, ফাইনালের আগে আমরা সময় পেয়েছি। অনুশীলন করব নিজেদের প্রস্তুত করতে সবসময় শারীরিক অনুশীলন করতে হবে তা নয়। মানসিকভাবে ছেলেদের ঠিক করতে হবে ফাইনালের জন্য। সেভাবেই আমরা পরিকল্পনা সাজাচ্ছি।’
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আগামীকাল রোববার (৯ মার্চ) মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।