কোহলি-স্যান্টনারসহ টুর্নামেন্টসেরার দৌড়ে যারা

পাকিস্তান ও দুবাইয়ে তিন সপ্তাহের রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষের অপেক্ষায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আজ রোববার (৯ মার্চ) ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার জমজমাট ফাইনাল দিয়ে পর্দা নামবে এই বৈশ্বিক আসরের। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন অনেকে। যারা আছেন টুর্নামেন্টসেরার দৌড়ে। এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন সেই তালিকায়...
ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পেছনে দারুণ অবদান ছিল এই তারকা পেসারের। দারুণ বোলিংয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন তিন। ৪ ম্যাচে তার বোলিং গড় ১৬.৭০। যদিও চোটের কারণে ফাইনালে তার একাদশে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
আসরসেরার দৌড়ে আছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি বল হাতেও দিয়েছেন আস্থার প্রতিদান। ৪ ম্যাচে তার ২৭.৭১ গড়ে নিয়েছেন ৭ উইকেট। ফাইনালেও তার দিকে নজর থাকবে সমর্থকদের।
বিরাট কোহলি (ভারত)
ভারতীয় রানমেশিন বিরাট কোহলি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দলকে ফাইনালে তোলার পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৪ ম্যাচে ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেছেন এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে নিয়েছেন ৭টি ক্যাচ। ফাইনালে ব্যাট হাতে যদি জ্বলে উঠতে পারেন কোহলি, তাহলে নিশ্চিতভাবেই অন্য সবাইকে পেছনে ফেলে পুরস্কারের অন্যতম দাবিদার হয়ে উঠবেন তিনি।
কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। চোট কাটিয়ে নিজের পুরনো ছন্দে দেখা গেছে তাকে। ৪ ম্যাচে ৪৭.২৫ গড়ে ১৮৯ রান করেছেন এবং ফিল্ডিংয়ে তালুবন্দি করেছেন ৭টি ক্যাচ। ফাইনালেও ব্যাট হাতে ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারেন তিনি।
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
ওপেনিংয়ে এখন নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম রাচিন। সেমিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ খেলেছিলেন রাচিন। তরুণ এই ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। ৩ ম্যাচে ২২৬ রান করেছেন, পাশাপাশি নিয়েছেন ২ উইকেট ও ৪টি ক্যাচ। ফাইনালে আর কিছু রান যোগ করতে পারলে তিনিও হয়ে উঠতে পারেন অন্যতম দাবিদার।
গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
টুর্নামেন্টসেরার পুরস্কার পাবেন কিনা নিশ্চিত নয়, তবে আসরসেরা ক্যাচের পুরস্কার নিঃসন্দেহে উঠতে যাচ্ছে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার গ্লেন ফিলিপস এর হাতে। এবারের আসরে ৪ ম্যাচে ১৪৩ রান করেছেন, পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট এবং ফিল্ডিংয়ে ৪টি ক্যাচ ধরেছেন। ফাইনালেও দারুণ কিছু করতে মুখিয়ে এই ব্যাটার।
বরুণ চক্রবর্তী (ভারত)
ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী পুরো আসরে মাত্র দুটো ম্যাচ খেললেও দিয়েছেন আস্থার প্রতিদান। ১৩ গড়ে ৭ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আতঙ্কে পরিণত হয়েছেন। বিশেষ করে সেমিতে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করতে বড় ভূমিকা ছিল এই ডানহাতি স্পিনারের।