রেকর্ড ছোঁয়া হলো না কোহলির

একটা সময় বিরাট কোহলি ছিলেন চূড়ান্ত আগ্রাসী। সেটা মাঠ ও মাঠের বাইরে, দুই জায়গাতেই। সময়ের ব্যবধানে বাহ্যিক আগ্রাসন থেমেছে। বোলারদের শাসন করে যাচ্ছেন নিয়মিতই। মাঠে কোহলি এখন শান্ত। খেলেন দেখেশুনে। কিন্তু প্রতিপক্ষ জানে, কতটা মূল্য দিতে হয়। ধীরস্থিরভাবেও যে ঝড় তোলা যায়, তা কোহলি দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন।
বিরাট পরিসরে বরাবরই নিজেকে মেলে ধরা কোহলির সামনে ছিল রেকর্ড গড়ার হাতছানি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ সোমবার (৯ মার্চ) ৪৬ রান করতে পারলে কোহলি হতেন টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে গেইল করেছেন ৭৯১ রান। ফাইনালে নামার আগে সমান ১৭ ম্যাচে কোহলির রান ছিল ৭৪৬। তবে, ফাইনালে ব্যাট হাতে নিষ্প্রভ কোহলি ফিরে যান মাত্র ১ রানে।
মাইকেল ব্রেসওয়েলের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন কোহলি। ইনিংসে মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন কোহলি। তবে, সেটি আউটই হওয়ায় তাকে ফিরতে হয় সাজঘরে। ফলে, গড়া হয়নি রেকর্ড। ৭৪৭ রান নিয়ে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাটা কোহলির দখলেই।