আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ব্রুক

ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এবারও ভালো দামেই বিক্রি হয়েছিলেন আইপিএলের নিলামে। তবে গত আসরের মতো এবারও শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক। আর এতেই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জেগেছে তার।
২০২৩ সালের ডিসেম্বরে ব্রুককে ৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু নিজের দাদির মৃত্যুতে সেবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। সর্বশেষ নিলামেও দিল্লি তাকে নেয় ৬ কোটি ২৫ লাখ রুপিতে।
কিন্তু গতকাল রোববার (৯ মার্চ) ২৬ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি এবারের আসরটিও খেলতে চাচ্ছেন না। কারণ হিসেবে ইংল্যান্ডের আসন্ন সিরিজের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। কিন্তু আইপিএলের নতুন নিয়মে এবার দুই বছরের নিষেধাজ্ঞার মুখে ইংলিশ এই ব্যাটার।
সোশ্যাল মিডিয়ায় নিজের দেওয়া বিবৃতিতে ব্রুক বলেছেন, ‘আসন্ন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, সবাই বিষয়টা বুঝবে না এবং আমি সেটা আশাও করি না। কিন্তু আমাকে সেটাই করতে হবে, যা বিশ্বাস করি। নিজের দেশের হয়ে খেলা আমার প্রথম অগ্রাধিকার এবং লক্ষ্য।’
এমনটা করলেও দিল্লি ক্যাপিটালসের কাছে ক্ষমা চেয়েছেন ব্রুক। তার কথায়, ‘আমি দিল্লি ক্যাপিটালস ও সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন ব্রুক। জস বাটলার পদত্যাগ করায় তার যোগ্য উত্তরসূরি হিসেবে ব্রুকের নামটি অন্যতম। এমন সিদ্ধান্তে আইপিএল কৃর্তপক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা পায় কিনা ব্রুক, সেটাই এখন দেখার পালা।