আইপিএল থেকে অবসর অশ্বিনের, চোখ বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে

ভারতের অভিজ্ঞ স্পিনার আর রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিলেন। বুধবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ ঘোষণা দেন। সেখানে তিনি জানান, এখন থেকে তিনি বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ খুঁজে দেখতে চান।
আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারির অশ্বিন। আইপিএল ক্যারিয়ারে ২১৭ ইনিংসে ৭.২ ইকোনমি রেটে ১৮৭টি উইকেট শিকার করেছেন এই স্পিনার।
এক্স-এ একটি পোস্টে অশ্বিন লিখেছেন, ‘বিশেষ একটি দিন এবং শুরুটাও বিশেষ কিছুর। বলা হয়ে থাকে, প্রতিটি শেষের একটি নতুন শুরু থাকে। আজ আমার আইপিএল ক্যারিয়ারের শেষ হলো, কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে বিশ্বের বিভিন্ন লিগে খেলার নতুন যাত্রা। সব ফ্র্যাঞ্চাইজিদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সঙ্গে বছরের পর বছর দুর্দান্ত স্মৃতি এবং সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই আইপএল এবং বিসিসিআইকে, যারা এ পর্যন্ত আমাকে অনেক কিছু দিয়েছে। সামনে যা আসছে তা উপভোগ করতে এবং সর্বোচ্চটা দেওয়ার জন্য মুখিয়ে আছি আমি।’
অশ্বিন আইপিএল ক্যারিয়ার শুরু করেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাইয়ের হয়ে ২০১১ ও ২০১৫ সালে আইপিএল শিরোপা জিতেছেন তিনি। এবার তার শেষটাও হল সেখানে। তবে মাঝে রাইজিং পুনে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাব দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৫ সালের আইপিএলে দীর্ঘ ৮ বছর পর আবার চেন্নাইতে ফিরেন অশ্বিন। তবে মৌসুমটা ভালো যায়নি তার। চেন্নাই সুপার কিংস নিলামে ৯ কোটি ৭৫ লাখ রূপিতে দলে নেয়। তবে তিনি ১৪টি ম্যাচের মধ্যে খেলেন মাত্র ৯টিতে। ২০০৯ সালের পর এটাই প্রথমবার তিনি ১২টির কম ম্যাচ খেলেছেন। সেই সঙ্গে বল হাতে তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বেশি ইকোনমি রেটে বল করেছেন। প্রতি ওভারে রান দিয়েছেন ৯.১২, এর আগে তার সর্বোচ্চ ইকোনোমি রেট ছিল ৮.৪৯।
টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অশ্বিন। ২০২৪ সালের ডিসেম্বরেই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই স্পিনার।
অশ্বিন এখন চাইলে বিশ্বের বিভিন্ন লিগে খেলতে পারবেন। ঠিক যেমন তার সতীর্থ দিনেশ কার্তিক করেছিলেন। কার্তিক ২০২৪ সালের জুনে আইপিএল থেকে অবসর নিয়ে পরে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে খেলেন।
তবে বিদেশি লিগে খেলতে চাইলে অশ্বিনকেও তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল) ছেড়ে দিতে হবে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, যারা ভারতের আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে সক্রিয়, তারা বিদেশি লিগে খেলতে পারেন না।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ (বিবিএল), দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও ওয়েস্ট ইন্ডিজের সিপিএলের মতো ফ্রাঞ্চাইজি লিগগুলো আগ্রহ দেখালে অশ্বিন এখন সেখানে অংশ নিতে পারবেন।