দেশে ফিরেছে বাংলাদেশ দল, এসেছেন হামজাও

ভারতের বিপক্ষে চমৎকার একটি ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। আজ বুধবার (২৬ মার্চ) ঢাকায় পা রাখেন ফুটবলাররা। দলের সঙ্গে ঢাকায় এসেছেন হামজা চৌধুরীও। তিনি অবশ্য আগামীকালই রওনা দেবেন ইংল্যান্ডের উদ্দেশে।
শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। গোল মিসের মহড়ায় জেতা হয়নি। তবে, ড্রয়ে পেয়েছে মূল্যবান ১ পয়েন্ট। ম্যাচের পরদিনই দেশে ফিরল দল। আপাতত শেষ হলো ব্যস্ততা।
ঢাকায় ফিরে দলের কেউ কেউ যোগ দেবেন নিজ ক্লাবের ক্যাম্পে। বাকিরা যাবেন ঈদুল ফিতরের ছুটিতে। ভারতের সঙ্গে এই ম্যাচটি ঘিরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বাংলাদেশ দলের ক্যাম্প। সৌদি আরব ও ভারত ঘুরে শেষ হলো দীর্ঘ প্রায় ২৬ দিনের ক্যাম্পটি।
মূলত, হোটেলে বাড়তি একদিন থাকার ঝক্কি এড়াতেই শিলং থেকে বাসে চড়ে বুধবার সকালে তিন ঘণ্টায় গুয়াহাটিতে পৌঁছায় দল। এরপর বিমানে চড়ে কলকাতায় আসেন ফুটবলাররা। সেখান থেকে সরাসরি ফ্লাইটে পৌঁছান ঢাকায়। যদিও শিলং যাওয়ার সময় ভিন্ন পথে গিয়েছিল বাংলাদেশ।
হামজা যে পরিবারের সদস্যদের সঙ্গে ফিরে যাবেন, সেটি আগেই নির্ধারিত ছিল। গত ১৭ই মার্চ মা, স্ত্রী, সন্তান ও ভাইসহ মোট ৯ জনকে নিয়ে বাংলাদেশে আসেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের দেশে ফেরার কথা রয়েছে তার।