ডি ককের ব্যাটে রাজস্থানকে হেসেখেলে হারাল কলকাতা

আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুদলই। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই ছিল জয়ের ফেরার। বুধবার (২৬ মার্চ) মুখোমুখি হয় দল দুটি। লো স্কোরিং ম্যাচে আসরে প্রথম জয় তুলে নেয় কলকাতা। রাজস্থানকে তাদের ঘরের মাটিতে কলকাতা হারিয়েছে ৮ উইকেটে।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা রাজস্থান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। জবাবে ১৭.৩ ওভারে ২ উইকেটে ১৫৩ রান করে কলকাতা।
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে কলকাতা তোলে ৪১ রান। সপ্তম ওভারে মঈন আলী রান আউট হলে ভাঙে জুটি। মঈনের ব্যাট থেকে আসে ৫ রান। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতাকে সঠিক পথে রাখেন অপর ওপেনার কুইন্টন ডি কক। রাজস্থানের বোলারদের ওপর একাই ছড়ি ঘোরান তিনি। মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। একটুর জন্য সেঞ্চুরি পাননি। ৬১ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন ডি কক।
কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে আউট হন ১৫ বলে ১৮ রানে। ব্যাটার আঙ্করিশ রঘুবংশী অপরাজিত থাকেন ১৭ বলে ২২ রান করে।
এর আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সংগ্রহ করতে পারেনি রাজস্থান। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ধ্রুব জুরেল। ২৯ রান আগে যশস্বী জাইসওয়ালের ব্যাট থেকে। অধিনায়ক রিয়ান পরাগ খেলেন ২৫ রানের ইনিংস।
কলকাতার পক্ষে ২টি করে উইকেট পান ভৈভব অরোরা, হার্শিত রান, মঈন আলী ও বরুণ চক্রবর্তী।