প্রথা ভেঙে ভারতের বাইরে খেলবেন কোহলি?

ভারতীয় ক্রিকেটাররা নিজ দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া বিধিনিষেধের কারণে আইপিএল আর ঘরোয়া লিগেই সীমাবদ্ধ থাকেন তারা। এবার প্রথা ভাঙতে চলেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলবেন তিনি।
বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স আজ মঙ্গলবার (১ এপ্রিল) দিয়েছে বিশাল এক ঘোষণা। যাতে চোখ কপালে উঠেছে ক্রিকেট ভক্তদের। ক্লাবটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে, আগামী দুই মৌসুম সিক্সার্সে খেলবেন কোহলি। সময়ের সেরা ব্যাটারকে দলে ভিড়িয়ে সিক্সার্স লিখেছে, ‘কিং কোহলি। আনুষ্ঠানিকভাবে আগামী দুই মৌসুমের জন্য সিক্সার্সের একজন হলেন কোহলি।’
আগামী দুই মৌসুম সিডনি সিক্সার্সের হয়ে মাঠ মাতাবেন কোহলি, এমন দৃশ্য দেখতে ভক্তরা নিশ্চয়ই ক্ষণ গুণবেন। তবে দেখার বিষষ, বিসিসিআই কী বলে? একজনকে বাইরে খেলার অনুমতি দিলে নিঃসন্দেহে বাকিদের পথও খুলবে। বিসিসিআই তা হতে দেবে কি না, সেটি বলবে সময়।
সিডনি সিক্সার্সে কোহলির পারিশ্রমিক কত হবে, তা জানা যায়নি। দলে অন্তর্ভুক্তির বিষয়ে কোহলি বা বিসিসিআই কেউ এখনও কোনো মন্তব্য করেনি। কোহলি যদি সত্যিই বিগ ব্যাশ খেলার ছাড়পত্র পায়, সেটি হবে আগামীতে অন্য ভারতীয়দের জন্য বন্ধ দরজা খোলার চাবি।