সোমবার সিঙ্গাপুর যেতে পারেন তামিম

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার সম্ভাবনা আছে তার। তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্যরা। তামিমের বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল অবশ্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন, সোমবারই সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত নয়।
আজ রোববার (৬ এপ্রিল) নাফিস ইকবাল এই প্রতিবেদককে বলেন, 'তামিম সিঙ্গাপুর যাবে। তবে, কালই (সোমবার) কি না, সেটি নির্ভর করছে ভিসা ও ডকুমেন্টসের ওপর। এখনও কিছু প্রসেস বাকি আছে। সব ঠিক হলে তখন বাইরে যাবে।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, 'তামিমের বাইরে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। তার পরিবার একটা পরিকল্পনা করছে। কিন্তু, কবে কখন যাবে সেই ব্যাপারে নিশ্চিত করে আপাতত বলতে পারছি না।'
এদিকে, দেশসেরা ওপেনার তামিমের হার্টে ব্লক ধরা পড়ে গত ২৪ মার্চ। সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। হার্টে রিং পরানো হয়। পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। সেখান থেকে নেওয়া হয় বাসায়।