ভুটানে পৌঁছেছেন আরও পাঁচ ফুটবলার

ভুটানের লিগে অংশ নিতে দেশটিতে গিয়েছেন আরও ৫ নারী ফুটবলার। ঢাকা থেকে থিম্পুর উদ্দেশে আজ রোববার (১৩ এপ্রিল) সকালে রওনা দেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। ইতোমধ্যে পৌঁছেছেন তারা। আগামী ১৫ এপ্রিল থেকে ভুটানের ঘরোয়া ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে।
এই ৫ জনের আগে ভুটান লিগে খেলতে গেত সপ্তাহে দেশ ছেড়েছিলেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ৪ ফুটবলার। সাবিনার সঙ্গে ছিলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। আজকের ফ্লাইটে থাকার কথা ছিল কৃষ্ণা রাণীরও। তবে, কাগজপত্র এখনও ঠিকঠাক না হওয়ায় যেতে পারেননি কৃষ্ণা।
ভুটানের লিগে এর আগেও খেলেছিলেন বাংলাদেশ দলের ফুটবলাররা। যদিও এবারের অবস্থা ভিন্ন। টানা দুই সাফ জয়ে দক্ষিণ এশিয়ায় চাহিদা বেড়েছে বাংলার নারীদের। যা দেশের ফুটবলের জন্য ইতিবাচক।
পাঁচ ফুটবলারের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেন সাবিনা। শুভকামনা জানান নিজের অনুজদের। ফুটবলাররা ভুটানে পৌঁছানোর পর সাবিনা তাদের গ্রহণ করে নেন সাবিনা। ছবি প্রকাশ করে লিখেছেন, ‘সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’