জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি

দেশের ক্রিকেটে গত কদিন ধরে চলছে টালমাতাল অবস্থা। বিভিন্ন অভিযোগ ও ইস্যুতে বেহাল দশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সবকিছু মিলিয়ে আজ রোববার (২৭ এপ্রিল) বিকেলে জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। জানা গেছে, বোর্ড পরিচালকদের উপস্থিতিতে বিকেল ৪টায় শুরু হবে অনলাইন সভাটি।
বিসিবির কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ড সভা হতে চলেছে এটি। এর পূর্ব নির্ধারিত তারিখ ছিল গত ২৪ মার্চ। সেদিন তামিম ইকবাল হার্ট অ্যাটাক করলে স্থগিত করা হয় সভা। সেটিই অনুষ্ঠিত হবে আজ।
তাওহিদ হৃদয়ের শাস্তি ইস্যুতে এমনিতেই উত্তাল ক্রিকেট পাড়া। এর সঙ্গে যোগ হয়েছে বিসিবির টাকা সরানোর ব্যাপার। ২৩৮ কোটি টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার ব্যাখ্যা বিসিবি দিলেও সেটি সাধারণের মনমতো হয়নি। এছাড়া, বিসিবির আর্থিক অনিয়ম নিয়ে করা দুদকের অনুসন্ধান তো আছেই।
সবমিলিয়ে আজকের বোর্ড সভা বিসিবির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ঘটনোগুলোতে ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে বিসিবি। আত্মপক্ষ সমর্থন জন্ম দিয়েছে উল্টো বিতর্কের। এসবের মাঝে সভার ডাক দিয়েছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি। যে সভার দিকে তাকিয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন।