সামিত সোমকে নিয়ে সুখবর পেল ভক্তরা

সামিত সোমের খেলা নিয়ে হঠাৎ তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বাড়িয়েছিল দর্শকের হতাশা। হতাশার পর আবারও সুখবরের অপেক্ষায় ভক্তরা। ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন সামিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের সব ধরণের প্রক্রিয়া শেষে সামিত পেয়েছে ই-পাসপোর্ট।
পাসপোর্ট পেয়ে যাওয়ায় তাকে জাতীয় দলে দেখতে পাওয়ার সম্ভাবনা আরও কাছাকাছি এসেছে। এখন অপেক্ষা শুধু ফিফার অনুমোদনের। সেটি পেলে আর কোনো অসুবিধা থাকবে না।
খুব দ্রুতই সামিত ও তার বাবা-মায়ের সব ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ফিফায় আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে পারবেন সামিত।
২০২০ সালে কানাডার জার্সিতে অভিষেকের পর বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন সামিত। কানাডার হয়ে দুটো ম্যাচ খেললেও সেগুলো পায়নি ফিফা টায়ার-ওয়ানের স্বীকৃতি। বর্তমানে তিনি খেলছেন দেশটির ক্লাব কাভালরি এফসিতে। নিজের শেকড়ের টানে ফিরছেন বাংলাদেশের ফুটবলে।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে মাঝমাঠে জুটি বাঁধতে পারেন সামিত।