ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইন্টার-বার্সা

বার্সেলোনার মাঠে প্রথম লেগে লড়াই হয়েছিল সমানে সমান। ৩-৩ গোলের ড্রয়ের এক দুর্দান্ত ম্যাচ দেখেছিল ফুটবল ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মঙ্গলবার (৬ মে) ভক্তরা অপেক্ষায় আরেকটি মহাকাব্যিক দ্বৈরথের। যে লড়াইয়ে জিতলে ফাইনালের টিকিট কাটবে এক দল।
ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও বার্সেলোনা আজ রাতে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
সানসিরোতে বার্সাকে আতিথ্য দেবে স্বাগতিক ইন্টার। প্রথম লেগের ফলাফল সমান থাকায় সুযোগ পাবে দুদলই। উয়েফার নিয়ম অনুযায়ী, এখন আর হোম-অ্যাওয়ের সুবিধা না থাকায় এই ড্রতে শূন্য থেকেই শুরু করতে হবে।
চলতি মৌসুমে রীতিমতো উড়ছে বার্সা। জয়ের পাল্লা তাদের পক্ষেই ভারী। হ্যানসি ফ্লিকের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও ৪০ গোল করে প্রতিপক্ষ রক্ষণের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা। লামিনে ইয়ামাল, রাফিনহারা আছেন দুর্দান্ত ছন্দে।
ইন্টারের সুবিধা ঘরের মাঠ। চেনা দর্শকের সামনে এগিয়েই থাকবে দলটি। পাশাপাশি আছে দুরন্ত বার্সার সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ের স্মৃতি। তবে, লাউতারো মার্টিনেজকে নিয়ে আছে শঙ্কা। চোটের কারণে শেষ পর্যন্ত অধিনায়ককে ছাড়াই নামতে হতে পারে ইন্টারকে।