কোমোকে গোলবন্যায় ভাসিয়ে গাম্পার ট্রফি জিতল বার্সেলোনা

গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছে বার্সেলোনা। এবার প্রাক-মৌসুমটা অপরাজিত থেকেই শেষ করলো তারা। মৌসুম শুরু করার আগে স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রস্তুতিটা হয়েছে দারুণ। গতকাল রোববার (১০ আগস্ট) দিনগত রাতে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি জিতেছে কাতালান ক্লাবটি।
গতবছর স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রাক-মৌসুমটা শুরু হয়েছিল হার দিয়ে। ২০২৪ সালে জোয়ান গাম্পার ট্রফির ফাইনালে মোনাকের বিপক্ষে হেরে যায় বার্সা। এ বছর প্রাক মৌসুমে তারা আবার শিরোপাটি পুনরুদ্ধার করেছে।
জোয়ান গাম্পার ট্রফির ফাইনালে কোমোর বিপক্ষে বার্সার হয়ে জোড়া গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। বাকি একটি গোল এসেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার পা থেকে।
ম্যাচজুড়ে আধিপত্যটা ছিল বার্সেলোনার, স্কোরলাইনও অবশ্য তেমনটই বলছে। ম্যাচের ২১তম মিনিটে ফারমিন লোপেজ বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে বার্সাকে এগিয়ে নেন। এরপর ম্যাচের ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডি ইয়ংয়ের সহায়তায় দারুণ এক শটে বাঁ-কোণ দিয়ে বল জালে জড়ান এই স্প্যানিশ মিডফিল্ডার।
দুই মিনিট পর ব্যবধান ৩-০ করেন রাফিনহা। ৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। নিজের গোল দেওয়ার মিনিট পাঁচেক পরে এবার সতীর্থকে দিয়ে গোল করালেন রফিনহা। ৪২তম মিনিটে সহজ পাস থেকে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।
দ্বিতীয়ার্ধ শুরুতেই আবারও গোলের দেখা পায় বার্সেলোনা। ম্যাচের ৪৯তম মিনিটে বাম কোণে দুর্দান্ত ফিনিশিংয়ে ইয়ামাল তার দ্বিতীয় গোল করেন। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
প্রাক-মৌসুম ৪ ম্যাচে মোট ২০ গোল করেছে বার্সেলোনা। ইয়ামালের পা থেকে এসেছে চার গোল ও এক অ্যাসিস্ট। প্রাক-মৌসুম শেষে শনিবার লা লিগার প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা।