ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস গড়ল ইন্টার মিলান ও বার্সেলোনা। ইন্টার মিলান ও বার্সেলোনা দুই লেগ মিলিয়েই উপহার দিয়েছে ধ্রুপদী ফুটবলের লড়াই। বার্সেলোনায় ৩-৩ গোলে ড্রয়ের পর মিলান শহরে দুই দলের লড়াই শেষ হয় ৪-৩ গোলে। যেখানে শেষ হাসিটা ইন্টার মিলানের। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে নেরাজ্জুরিরা চলে গেল ১ জুনের ফাইনালে।
একটু পেছন ফিরে তাকালে দেখা যায়, ১৯৫৫ সাল থেকে শুরু হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর। সাত দশকের এই যাত্রায় চ্যাম্পিয়ন্স লিগ দেখেছে বহু নাটকীয়তা। দেখেছে বহু উত্থান-পতনের রাত। তবে সান সিরোতে গতকাল রাতে ইন্টার মিলান ও বার্সেলোনা যা করেছে, তা একেবারেই বিরল দৃশ্য। দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের নামটাও আলাদা করে তুলে রেখেছে বার্সা ও ইন্টার। ৭০ বছরের এই প্রতিযোগিতায় সেমিফাইনালের মঞ্চে সবচেয়ে বেশি গোলের দেখা মিলেছে এবারই। দুই লেগ মিলিয়ে হয়েছে ১৩ গোল। অবশ্য এই রেকর্ডটা যৌথভাবেই ভাগ করতে হচ্ছে দুই দলকে।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সবচেয়ে বেশি গোল
১৩ - লিভারপুল (৭) বনাম রোমা (৬); ২০১৮
১৩ - ইন্টার মিলান (৭) বনাম বার্সেলোনা (৬); ২০২৫
তবে সেবারে ফাইনালে লিভারপুল পেয়েছিল হারের স্বাদ। কিয়েভে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইংলিশ প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তোলে রিয়াল মাদ্রিদ। ১৩ গোলের থ্রিলার পার করে এবার ফাইনালে গিয়েছে ইন্টার। লিভারপুলের মতো একই ভাগ্য কী বরণ করবে ইন্টারও? এর উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে ১ জুনের ফাইনাল পর্যন্ত।