‘দেশের মাটিতে নতুন হিরো’কে স্বাগত জানাল বাফুফে

অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে খুলেছে শমিত সোমের আলোর দুয়ার। পেয়ে গেছেন ফিফার অনুমোদন। কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আগেই দিয়েছিল সবুজ সংকেত। বাকি ছিল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। সেটিও পেয়ে যাওয়ায়, বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে বড় যে বাধা ছিল, তা কেটে গেছে।
শমিত সবুক সংকেত পাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) প্রকাশ করেছে উচ্ছ্বাস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে আজ বুধবার (৭ মে) জানিয়েছে, শমিত ঘরে আসছেন।
বাফুফে তাদের পেজে শমিতের ছবি দিয়ে লিখেছে—‘দেশের মাটি, নতুন হিরো। কানাডা থেকে বাংলাদেশ, শমিত সোম শেকড়ের টানে সাড়া দিয়েছেন। নিজ ঘরে স্বাগত।’
শমিতকে নিয়ে দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা অনেক। হামজা চৌধুরীর মতো আরেকজন নামি তারকা আসছেন, শক্তি বাড়ছে দলের। হামজার মতো তিনিও মাঝমাঠের খেলোয়াড়, খেলেন সেন্ট্রাল মিডফিল্ডে। ফুটবলে মিডফিল্ডাররাই মূলত নিয়ন্ত্রণ করেন ম্যাচ। সেই হিসেবে হামজার সঙ্গে সামিতের জুটি দেখতে মুখিয়ে সবাই।
২০২০ সালে কানাডার জার্সিতে অভিষেকের পর বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন শমিত। কানাডার হয়ে দুটো ম্যাচ খেললেও সেগুলো পায়নি ফিফা টায়ার-ওয়ানের স্বীকৃতি। বর্তমানে তিনি খেলছেন দেশটির ক্লাব কাভালরি এফসিতে। নিজের শেকড়ের টানে ফিরছেন বাংলাদেশের ফুটবলে।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে মাঝমাঠে জুটি বাঁধতে পারেন শমিত।