দেশের হয়ে খেলতে মুখিয়ে শমিত

অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে খুলেছে শমিত সোমের আলোর দুয়ার। পেয়ে গেছেন ফিফার অনুমোদন। কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আগেই দিয়েছিল সবুজ সংকেত। বাকি ছিল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। সেটিও পেয়ে যাওয়ায়, বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে বড় যে বাধা ছিল, তা কেটে গেছে।
শমিত এখন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার। আসছে জুনে সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে ঘটতে পারে অভিষেক। ভক্তদের মতো উচ্ছ্বসিত শমিত নিজেও। ফিফার অনুমোদন পাওয়ার পর ভিডিওবার্তা দিয়েছেন সবার উদ্দেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ভিডিওটি। সেখানে জানালেন, দেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি।
ভিডিওতে শমিত বলেন, ‘আমি শমিত সোম। আমি ভীষণ উন্মাদনা নিয়ে অপেক্ষায় আছি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। সবাইকে ধন্যবাদ যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং ব্যাপারটি সম্ভব করেছে।’
শমিতকে নিয়ে দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা অনেক। হামজা চৌধুরীর মতো আরেকজন নামি তারকা আসছেন, শক্তি বাড়ছে দলের। হামজার মতো তিনিও মাঝমাঠের খেলোয়াড়, খেলেন সেন্ট্রাল মিডফিল্ডে। ফুটবলে মিডফিল্ডাররাই মূলত নিয়ন্ত্রণ করেন ম্যাচ। সেই হিসেবে হামজার সঙ্গে সামিতের জুটি দেখতে মুখিয়ে সবাই।
সবুজ সংকেত পাওয়ায় বাফুফে লিখেছিল—‘দেশের মাটি, নতুন হিরো। কানাডা থেকে বাংলাদেশ, শমিত সোম শেকড়ের টানে সাড়া দিয়েছেন। নিজ ঘরে স্বাগত।’