বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা আজ

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিটি কাজ করে চলেছে পুরোদমে। চেষ্টা করছে ভঙ্গুর ফুটবলকে জোড়া লাগানোর। বিভিন্ন সময়েই করছে সভা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সভা। নতুন কমিটির চতুর্থ সভা এটি।
এবারের সভায় আছে ভিন্নতা। প্রথমবারের মতো বাফুফে ভবনের বাইরে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। তবে, এবারের সভায় মূল এজেন্ডা একটি। ফুটবলের পাশাপাশি ফুটসালকে কীভাবে পাদপ্রদীপের আলোয় আনা যায়, সেটি নিয়েই মূলত আলোচনা। আলোচনার কেন্দ্রে ফুটসাল থাকলেও আরও বিভিন্ন বিষয়ে আলাপ হতে পারে।
ইমরানুর রহমানকে প্রধান করে সম্প্রতি বাফুফে প্রকাশ করেছে ফুটসাল কমিটি। রাজধানী ঢাকায় ফুটসাল আয়োজন ও খেলার সঙ্গে জড়িত বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ কর্তাদের নিয়ে হয়েছে কমিটি। নিয়মিত সভার আলোচনায় ফুটসালে স্থান পাওয়া বোঝায় ছোট পরিসরের ফুটবলকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। চাচ্ছে এই সংস্করণের জাগরণ ঘটাতে।
রাজধানীর জলসিঁড়িতে অনুষ্ঠিত হবে আজকের সভা। সকাল ১০টায় সেটি শুরু হওয়ার কথা রয়েছে। একই জায়গায় আজ আছে ‘ঢাকা রাইজিং স্টার-২০২৫’ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব ১২ ও ১৪ বিভাগের ফাইনাল ম্যাচ।