ঢাকায় এসে সমর্থকদের যে বার্তা দিলেন হামজা

প্রবাসী ফুটবলাররা দেশের ফুটবলকে আবারও প্রাণবন্ত করে তুলেছেন। তাদের নিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন ভক্ত-সমর্থকেরা। এবার জয়ের লক্ষ্যেই এএফিসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে ইংল্যান্ড থেকে আজ সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় পা রেখেছেন হামজা চৌধুরী। দেশে এসেই সমর্থকদের উদ্দেশ্যে ভিডিওবার্তা দিয়ে সবার কাছে সমর্থন চেয়েছেন এই মিডফিল্ডার।
বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ভিডিওবার্তায় লেস্টার সিটির মিডফিল্ডার হামজা বলেন, আসসালামু আলাইকুম। নিরাপদে এসে পড়েছি। ইনশাল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের বিপক্ষে খেলতে নামবো। ইনশাল্লাহ, সবাই আমাদের সমর্থন দিবেন।
আজ সকালে দেশে ফিরলেও একদিন বিরতি দিয়ে আগামীকাল থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা হামজার। সতীর্থদের সঙ্গে তিন দিন প্রস্তুতি সেড়ে নেওয়ার সুযোগ পাবেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার।
হংকংয়ের বিপক্ষে ম্যাচটি লাল-সবুজ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। চলতি বছর মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলারের। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচে এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন তিনি।
হামজার এক দিন পর আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দলের সঙ্গে যোগ দেবেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোম। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে শমিত মাত্র এক দিন জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন।
এদিকে ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে রয়েছে ভারত।