মালদ্বীপের বিপক্ষে ড্রয়ে শুরু বাংলাদেশের সাফ

শেষ ১০ মিনিট চেষ্টার কমতি রাখেনি কোনো দলই। বাংলাদেশের গোলমুখে মালদ্বীপের একাধিক আক্রমণ, প্রতি উত্তরে বাংলাদেশের পাল্টা জবাব। কিন্তু, দুই গোলরক্ষক আর রক্ষণভাগের দৃঢ়তায় গোল হয়নি। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে দুইবার এগিয়ে থেকেও ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের স্কোরলাইন ২-২।
ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতে অরুণাচল প্রদেশে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে আজ শুক্রবার (৯ মে) বাংলাদেশ মুখোমুখি হয়েছে মালদ্বীপের। লাল-সবুজের দামালরা প্রথমার্ধ্বে এগিয়ে ছিল ২-০ ব্যবধানে।
ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে উল্লাসের উপলক্ষ পায় বাংলাদেশ। নাজমুলের গোলে উজ্জীবিত দলটি ম্যাচের নিয়ন্ত্রণ রাখে নিজেদের পায়েই। ৪৫ মিনিটে লিড দ্বিগুণ করেন ফরোয়ার্ড রিফাত কাজী। নাজমুলের করা কর্ণার কিকে দারুণ ভলি দেন মিঠু চৌধুরী। তাতে মাথা ছোঁয়ান রিফাত। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ধার কমে বাংলাদেশের। অন্যদিকে, ম্যাচের ৫৭ ও ৭২ মিনিটে ২ গোল শোধ করে মালদ্বীপ। বাংলাদেশ গোল করতে মরিয়া হলেও গোল আর পাওয়া হয়নি। পায়নি মালদ্বীপও।