নেপালকে উড়িয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

কদিন আগে জাতীয় দল নেপাল গিয়ে ড্র করে এসেছে। সাফের মঞ্চে বড় ভাইদের সেই আক্ষেপই যেন পূরণ করল অনূর্ধ্ব-১৭ দল। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সাফের যাত্রা করেছে বাংলাদেশ।
গত ১৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় বসেছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ মাঠে নেমেছিল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করল বাংলাদেশ।
শক্তি, অতীত পরিসংখ্যান সবদিক থেকেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে নেপাল। মাঠের খেলায়ও সেটার প্রমাণ দেখা গেল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল। গোল পেতেও খুব বেশি সময় লাগেনি।
ম্যাচের ২৮ মিনিটে টানা দুটি কর্ণার পায় বাংলাদেশ। প্রথম কর্ণারে সুযোগ কাজে লাগাতে না পারলেও দ্বিতীয় কর্নারে ভুল করেনি। নেপালের গোলরক্ষক পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি, জটলার মধ্যে বল পেয়ে জালে জড়িয়ে দেন সাব্বির ইসলাম। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ফেরে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে মাত্র ৪ মিনিটের মধ্যেই দুটি গোল আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। এক মিনিট পর স্কোরকার্ড ৩-০ করেন আরিফ।
৬৫ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মানিক। এরপর বাকি সময়ে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ জয়ে ‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় নিয়ে দুই নম্বরে নেপাল। স্বাগতিক শ্রীলঙ্কা এক ম্যাচ খেলে নেপালের কাছে হেরেছে। তাদের কোনো পয়েন্ট নেই। স্বাগতিকরা তিন নম্বরে আছে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।