বার্সার শুধু আনুষ্ঠানিকতা বাকি

লা লিগা জিতেছে বার্সেলোনা, এই কথা বলাতে এখন ঝুঁকি নেই তেমন। লিগের বাকি ৩ ম্যাচ, ইতোমধ্যে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে কাতালানরা। মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা উদযাপন হয়ে গেছে বার্সার। বাকি শুধু আনুষ্ঠানিকতা।
৩৫ ম্যাচ শেষে লিগে বার্সার পয়েন্ট ৮২। চলতি মৌসুমে উড়তে থাকা হ্যানসি ফ্লিকের শিষ্যদের বাকি তিন ম্যাচ—এস্পানিওল, বিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। যে ম্যাচগুলো ইয়ামাল-রাফিনহাদের জন্য কঠিন হওয়ার কথা নয়। পরের তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই বার্সার শিরোপা নিশ্চিত। আর মাদ্রিদ যদি নিজেদের পরবর্তী ম্যাচে হেরে যায়, বার্সা শেষ তিন ম্যাচে হেরে গেলেও কোনো সমস্যা নেই।
লা লিগায় এটি হতে চলেছে বার্সেলোনার ২৮তম শিরোপা। সবার ওপরে মাদ্রিদ। রেকর্ড ৩৬টি লিগ শিরোপা তাদের। তবে, চলতি মৌসুমে বার্সার কাছে পাত্তা পায়নি মাদ্রিদ। লিগের দুটিতে তো বটেই, হেরেছে মুখোমুখি হওয়া ৪টি ক্ল্যাসিকোতেই। ৪৩ বছর পর এমন লজ্জায় পড়েছে লস ব্লাংকোরা।
৩৫ ম্যাচ শেষে লিগে বার্সা জিতেছে সর্বোচ্চ ২৬ ম্যাচ। ৪টি ড্র, ৫টি হার। গোল করেছে ৯৫টি, হজম করেছে ৩৬টি। মৌসুমে সবচেয়ে বেশি গোলও করেছে কাতালানরাই।