মুস্তাফিজকে নিয়েই একাদশ সাজাল দিল্লি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি খেলেই ভারতের উদ্দেশে রওনা দেন মুস্তাফিজুর রহমান। লক্ষ্য ছিল আজ রোববার (১৮ মে) দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে মাঠে নামা। ভ্রমণক্লান্তি শেষ করে একদিনের কম সময়েই মুস্তাফিজ নেমেছেন আরেকটি ম্যাচে। গুজরাত টাইটান্সের বিপক্ষে ঘরের মাঠে তাকে নিয়েই একাদশ সাজিয়েছে দিল্লি।
ভারত-পাকিস্তান সহিংসায় আইপিএল বন্ধ হয় মাঝপথে। তাতে কপাল খোলে মুস্তাফিজের। বিরতির পর টুর্নামেন্ট শুরু হলে ৬ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় দিল্লি। এই চুক্তির ফলে মুস্তাফিজ আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েন।
এবারের আসরে দিল্লির পূর্ণাঙ্গ ম্যাচ বাকি রয়েছে দুটি। আজকের পর আগামী ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দলটি। নিরাপত্তা ইস্যুতে গত ৮ মে ধর্মশালায় মাঝপথে বন্ধ হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। ২৪ মে জয়পুরে ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের আইপিএলে দিল্লির জার্সিতে খুব একটা খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। ২ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তবে, আলো ছড়িয়েছেন ২০২৪ এর আসরে। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট।