আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজ

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি মুস্তাফিজুর রহমানকে পেতে। পরে ভারত-পাকিস্তান সামরিক দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় আইপিএল। শেষের সেই অংশের জন্য মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। সে সময় মিচেল স্টার্কের বদলে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছিল দিল্লি।
আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতেও দুবাই ক্যাপিটালস নামে দল আছে দিল্লি ক্যাপিটালসের মালিকের। আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুবাই ক্যাপিটালসের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
তখন থেকেই আলোচনায় ছিল মুস্তাফিজের দল পাওয়ার বিষয়টি। ধারণা করা হচ্ছিল, এবারের আইএল টি-টোয়েন্টিতে দিল্লির মালিকানাধীন দলে সুযোগ পেতে পারেন ফিজ। অবশ্য এবারও মুস্তাফিজ দল পেয়েছে বদলি হিসেবেই। লুক উডের পরিবর্তে তাকে দলে ভিড়িয়েছে দুবাই।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। দেশের বাইরে চতুর্থ বারের মতো খেলবেন মুস্তাফিজ। ইতোমধ্যেই আইপএল, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি।
সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির এবারের আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।