সংযুক্ত আরব আমিরাতকে ১৬৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে ১৬৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করে টাইগাররা।
আজ বুধবার (২১ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরমধ্যে ওপেনার তানজিদ হাসান ১৮ বলে ৪০ রান করেন।
নবম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে ২৬ বলে ৪৪ রানের জুটি গড়ে দলের রান ১০০ পার করেন জাকের আলি। ৩৪ বলে ৪১ রান করে বিদায় নেন জাকের।
দশম উইকেটে ১২ বলে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন হাসান ও শরিফুল ইসলাম। ৯ উইকেটে ১৬২ রান করে বাংলাদেশ।
হাসান ২৬ ও শরিফুল ১৬ রানে অপরাজিত থাকেন।
সংযুক্ত আরব আমিরাতের হায়দার আলি ৭ রানে ৩ উইকেট নেন।