কখন থেকে কেনা যাবে টিকিট, সময় জানাল বাফুফে

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ঠিক কত বছর পর বাংলাদেশের কোনো ম্যাচ নিয়ে দর্শকের এত উন্মাদনা, তা রীতিমতো গবেষণার বিষয়। এতটাই চাহিদা টিকিটের, গত ২৪ মে অনলাইনে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে চারটি ক্যাটাগরির সব বিক্রি হয়ে যায়। এরপর সার্ভার জটিলতায় বন্ধ হয় বিক্রি।
একদিন বিরতি দিয়ে আজ সোমবার (২৬ মে) থেকে আবারও শুরু হচ্ছে টিকিট বিক্রি। টিকিট বিক্রির অফিসিয়াল প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে রাত ১০টা থেকে ফের টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
মোট ৯টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু করে বাফুফে। টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই শেষ হয় ৪টি ক্যাটাগরির টিকিট। সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম অংশের ওপর ও নিচ এবং ক্লাব হাউজ-১ এর ওপরের অংশ ও স্কাই ভিউ অংশের সব টিকিট বিক্রি হয় অল্প সময়েই।
দর্শকরা যখন টিকিট কিনতে টিকিফাইয়ে প্রবেশ করছিল, প্রবল চাপে হঠাৎ ডাউন হয় সার্ভার। হঠাৎ বন্ধ হয় টিকিট বিক্রি। পরে জানা যায়, টিকিফাইয়ের ওয়েবসাইট শিকার হয় সাইবার আক্রমণের। বাফুফে সেটি স্বীকার করে দুঃখ প্রকাশ করে। একদিন পর আজ আবার দর্শকরা কিনতে পারবেন আরাধ্য টিকিট।
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি দর্শকরা উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ৪০০ টাকায়। ১০টি ক্যাটাগরিতে স্টেডিয়ামের গ্যালারিকে ভাগ করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল বক্সে কেবল আমন্ত্রিত অতিথিরা আসতে পারবেন। বাকি ৯ ভাগের টিকিট টিকিট কিনতে পারবে দর্শক।