জাতীয় স্টেডিয়ামে দর্শকদের রোষানলে কাবরেরা

নানা কারণেই দেশের ফুটবল প্রেমীদের সমালোচনার তালিকায় আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সেই মাত্রাটা বেড়েছিল ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারায়। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের পরই ছুটিতে নিজ দেশে ফিরে যান তিনি। ফলে আর তার সরাসরি দেখা পায়নি ফুটবল ভক্তরা। আজ সোমবার (৩০ জুন) সেই অপেক্ষা যেনো পূরণ হয়েছে ফুটবল প্রেমীদের। এরপর যত ক্ষোভ ছিল সেগুলোও মিটিয়ে নিয়েছেন।
শুরুতে না থাকার কথা শোনা গেলেও প্রবাসী ফুটবলারদের ট্রায়াল দেখতে বাংলাদেশে এসেছিলেন কাবরেরা। পর্যবেক্ষণ করেছেন আগামীর তারকাদের পারফরম্যান্স। এরপরই দর্শকদের রোষানলে পড়তে হয়েছে তাকে। ট্রায়াল শেষে যখনই ডাগআউট ছেড়েছেন তখনই গ্যালারি থেকে ‘ভূয়া ভূয়া’ স্লোগান দেয় দর্শকরা। সময়ের সঙ্গে এটা আরও তীব্র হয়।
পরিস্থিতি আঁচ করতে পেরে কাবরেরাও মাঠ ছেড়েছেন দ্রুত গতিতে। সমর্থকদের এমন মন্তব্যের পর কোচের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল মিডিয়া। তিনি সেটা গতানুগতিকভাবে এড়িয়ে গেছেন।
কাবরেরা চলে যাওয়ার পরেও অবশ্য থামেনি দর্শকদের দুয়ো ধ্বনি। চলেছে আরও প্রায় মিনিট পনেরো। ‘ভূয়া ভূয়া’ স্লোগানের বাইরে সিন্ডিকেট নিয়েও স্লোগান তুলেছিলেন দর্শকরা। ‘সিন্ডিকেট কবর দে’, ‘জিকো জিকো’ স্লোগানও শোনা গেছে কয়েকবার।
অবশ্য শুধু এই দর্শকরাই নয়, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারার পরে কাবরেরার সমালোচনা করেছিলেন সাবেক ফুটবলাররাও। স্প্যানিশ এই কোচের বাজে ট্যাকটিক্সকেই ম্যাচ হারের জন্য দায়ী করেছিলেন তারা।