দ্বিতীয় ম্যাচের আগে যে বার্তা দিলেন ওপেনার তানজিদ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন ব্যাটাররাও। মাত্র এক উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর সব এলোমেলো হয়ে যায়। বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। এমন অবস্থার কারণ জানালেন ওপেনার তানজিদ হাসান তামিম, পাশাপাশি দ্বিতীয় ম্যাচ নিয়ে ব্যাটারদের জন্য দিলেন নতুন বার্তা।
দ্বিতীয় ম্যাচের আগে আজ শুক্রবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিদ। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, প্রথম ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল? তামিম বলেন, ‘দেখেন আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ করছিলাম। কিন্তু ওরা ভালো একটা ক্যাচ নিয়েছে এবং ভালো একটা রান আউট করেছে। আমার কাছে মনে হয় এটা অনেকটা টার্নিং পয়েন্ট। কারণ, আমরা যদি আরও ৩০ বা ৪০ রানের পার্টনারশিপ করতে পারতাম, তাহলে ম্যাচটা অনেক সহজ হয়ে যেত।’
প্রথম ম্যাচে মাত্র এক উইকেট ১০০ রান তোলার পরে হঠাৎ ব্যাটিং ধস নামে বাংলাদেশের। এরপর মাত্র ৫ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের প্রতি একটি ম্যাসেজও দিয়ে রাখলেন তামিম।
তানজিদ তামিম বলেন, ‘এখানকার উইকেট নতুন ব্যাটারদের জন্য ডিফিকাল্ট থাকে। তাই একটাই ম্যাসেজ থাকবে সবার প্রতি, যারা নতুন ব্যাটসম্যান হিসেবে যাবে, তাদের উচিত সময় নিয়ে ব্যাট করা। এবং যারা উইকেটে সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত।’
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ধসের পেছনে বড় একটি কারণ ছিল লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি একাই চার উইকেট নিয়েছিলেন প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে হাসারাঙ্গাকে মোকাবিলা করার উপায় বাতলে দিলেন টাইগার এই ওপেনার।
তামিম বলেন, ‘হাসারাঙ্গার বিপক্ষে বাঁহাতি ব্যাটার যারা থাকবে তাদের বেশি খেলা উচিত। কারণ ও (হাসারাঙ্গা) বাঁহাতি ব্যাটারদের জন্য ততটা কার্যকর না, যতটা ডানহাতি ব্যাটারদের জন্য কার্যকর।’