বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টেয়েন্টি
ইমন-তামিমের জুটিতে মিশন শুরু করল বাংলাদেশ

সর্বশেষ পাকিস্তান সিরিজের একাদশ থেকে পরিবর্তন এসেছে তিনটি। লম্বা সময় পরে একাদশে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তবে, জুটিতে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটিতেই আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। তাদের জুটিতেই ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করল বাংলাদেশ।
যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
দীর্ঘ ১৩ মাস পর টি-টোয়েন্টি দলে ডাক পান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সিরিজের প্রথম ম্যাচে তার ওপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। পাল্লেকেলের উইকেট ব্যাটিং সহায়ক, তবে পেসাররা এখানে সুবিধা পায়। তিন পেসার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেস অ্যাটাকে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজের একদিন পরই টি-টোয়েন্টি সিরিজের মিশনে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।