তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে ব্যাট করবে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টি তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে উরুর চোটের কারণে খেলা হয়নি জাকের আলী অনিকের। তবে, চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। বাদ পড়েছেন প্রায় দুই বছর পরে দলে ফেরা মোহাম্মদ নাঈম শেখ। দুই পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদও নেই দ্বিতীয় ম্যাচের একাদশে
প্রায় দুই বছর পরে দলে ফিরে প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু দলের চাহিদা পূরণ করতে পারেননি তিনি। ধীরগতির ব্যাটিংয়েরও বড় দায় ছিল বাংলাদেশের ম্যাচ হারায়। ফলে এ ম্যাচে বাদ পড়তে হয়েছে তাকে।
অলরাউন্ডারের কথা মাথায় রেখে এক বছর পরে দলে ফিরে প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি অবশ্য ব্যাটিংয়ে সুযোগ পাননি। তবে, বল হাতে খারাপ করেননি এই অলরাউন্ডার। ৩ ওভারে ২২ রান খরচে নিয়েছিলেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচেও জায়গা ধরে রেখেছেন তিনি।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।