বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি
শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ দুটি পরিবর্তনই এনেছিল বোলিং ইউনিটে। একাদশে ফেরানো হয়েছিল বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। বোলিং আক্রমণে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ।
আজ রোববার (১৩ জুলাই) লক্ষ্য তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে শ্রীলঙ্কা।
বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন শামীম হোসেন। দুর্দান্ত এক থ্রোয়ে ফেরান বাংলাদেশের মাথা ব্যথার কারণ কুশাল মেন্ডিসকে। ফেরার আগে ৫ বলে ৮ রান করেন তিনি।
পরের ওভারেই লঙ্কান শিবিরে হানা দেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের বলে দুর্দান্ত ক্যাচ নেন রিশাদ হোসাইন। রানের খাতা খোলার আগেই ফেরেন কুশাল পেরেরা। আভিস্কাকে ফার্নান্দোকেও উইকেটে দাঁড়াতে দেননি শরিফুল ইসলাম। পরের ওভারে এসে শামীম হোসেনের ক্যাচ বানান তাকে। ফেরার আগে ৫ বলে ২ রান করেন তিনি।
এরপর পাওয়ার-প্লের আগের ওভারে অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে দেন সাইফউদ্দিন। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিও নিলে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিটন ও শামীম। ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন লিটন। ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম।