সিরিজ নির্ধারণী টেস্টে খেলবেন না বুমরাহ

ভারতের পেস আক্রমণের অন্যতম ভরসার জায়গা জাসপ্রিত বুমরাহ। তবে সিরিজ বাঁচানোর ম্যাচে তাকে পাচ্ছে না ভারত। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে– ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিম।
তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, যাতে তার পিঠের ওপর চাপ না পড়ে এবং তার দীর্ঘমেয়াদে ফিটনেস যেন রক্ষা করা যায়। ইনজুরিপ্রবণ হওয়ায় এই সিরিজে তার তিনটি ম্যাচ খেলার কথা ছিল। যে কারণে শেষ টেস্টে তার না খেলার বিষয়টি প্রত্যাশিতই ছিল।
হেডিংলিতে প্রথম টেস্ট খেরার পর, দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন বুমরাহ। এরপর লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে টানা দুই টেস্ট খেলেন। তবে ওল্ড ট্র্যাফোর্ডের চতুর্থ দিনের পর তিনি আর বল হাতে নেননি।
৩ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়ে এখন পর্যন্ত সিরাজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাহর। তবে তিনি না থাকায় তার জায়গায় দেখো যেতে পারে আকাশ দীপকে। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ১০ উইকেট নিয়েছিলেন তিনি, যার মধ্যে ছিল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের ক্যারিয়ার সেরা স্পেল।
তৃতীয় পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণ বা অর্শদ্বীপ সিং জায়গা পেতে পারেন। অর্শদ্বীপ চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক রিশভ পন্ত। যেকারণে গ্লাভস হাতে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে।
চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব আবারও একাদশের বাইরে থাকতে পারেন। ওভালের পিচে ঘাস রয়েছে, এবং আবহাওয়াও কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ভারত রাবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে স্পিন বিভাগ চালাতে পারে। ওভালের উইকেট পেসবান্ধব। এই মৌসুমে কাউন্টি ম্যাচগুলোর পরিসংখ্যানও পেসারদের পক্ষে, ৫ ম্যাচে ১৫০ উইকেটের মধ্যে ১৩১টি পেয়েছে পেসাররা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ড এগিয়ে আছে ২-১ ব্যবধানে। সিরিজ নির্ধারণী ম্যাচটি ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ওভালে। সিরিজ বাঁচাতে হলে সেই ম্যাচে ভারতের জয়টা অনিবার্য।