২৩ বছরেই শচীনকে ছাড়িয়ে গেলেন জাইসওয়াল

ভারতের জার্সিতে দুর্দান্ত সময় পার করছেন তরুণ ব্যাটার যশস্বী জাইসওয়াল। বিশেষ করে ইংল্যান্ডকে পেলেই যেন পেয়ে বসেন ভারতীয় এই ওপেনার। প্রিয় প্রতিক্ষের বিপক্ষে ওভালে চলমান টেস্টেও একই ধারা অব্যাহত রেখেছেন তিনি। বাকিদের নিষ্প্রভ দিনে ব্যাটহাতে ওভালে আলো ছড়াচ্ছেন তিনি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
আজ শনিবার (২ আগস্ট) তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া এই ইনিংস দিয়েই নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন জাইসওয়াল। ছাড়িয়ে গেছেন দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
জাইসওয়ালের বয়স মাত্র ২৩ বছর। ২৩ বছর বয়সে ভারতীয় ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড এখন তার দখলে। ইংলিশদের বিপক্ষে ১৯টি ইনিংস খেলে ৯ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন জাইসওয়াল। যেখানে চারটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি।
এর আগে এই রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ২৩ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন তিনি। মজার বিষয় হলো, শচীনের নামে হওয়া ট্রফি দিয়েই শচীনের রেকর্ড ভাঙলেন জাইসওয়াল। কারণ, ভারত-ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের নাম দেওয়া হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফি।
ওভালে দ্বিতীয় ইনিংসে ১১৮ রানে থেমেছে জাইসওয়ালের ইনিংস। ১৬৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১২ চার আর ২ ছক্কায়। এই ওপেনারে ইনিংসে ভর করেই ইংল্যান্ডের বিপক্ষে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছে ভারত।