ওয়ানডে সিরিজের আগে যে দুসংবাদ পেল পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। তবে ওয়ানডে সিরিজে দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়কে তারা পাচ্ছে না। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ব্যাটার ফখর জামান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ১৯তম ওভারে ফিল্ডিং করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে টান লাগে ফখর জামানের। যে কারণে সিরিজের তৃতীয় ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি, তার বদলি হিসেবে নামানো হয় খুশদিল শাহকে।
ফখরের চোটের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে। তবে চোট খুব বেশি গুরুতর নয়। চোটে পড়ার পর তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয় তাকে। এরপর আজই দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরে পিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে ফখরের পুনর্বাসন প্রক্রিয়া চলবে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ)।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলেন ফখর। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই দলে ছিলেন। প্রথম ম্যাচে ২৮ ও দ্বিতীয় ম্যাচে ২০ রান করেন তিনি।
৩৫ বছর বয়সী এই ব্যাটার চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির সময়ও একই ধরনের চোটে পড়েন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে হামস্ট্রিংয়ে টান লাগে তার। দৌড়ের মাঝপথেই অস্বস্তি অনুভব করে থেমে যান। পরে তিনি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান।
৯ আগস্ট থেকে ত্রিনিদাদে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১১ ও ১৩ আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হবে।