চেজের অলরাউন্ডিং নৈপুণ্যে সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতেও একই পথে হাঁটছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হেরে যাওয়ার মনে হচ্ছিল তারা হারের বৃত্ত থেকে এবারও বের হতে পারবে না। তবে রোস্টন চেজের অলরাউন্ডিং নৈপুণ্যে ত্রিনিদাদে দ্বিতীয় ওয়ানডেতে জয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল রোববার (১০ আগস্ট) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে ৫ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। ৪৯ রানের অপরাজিত থাকার পাশাপাশি পাকিস্তানের একটি উইকেটও তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন চেজ।
এদিন টসে হেরে বেলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। এরপর বৃষ্টির কারণে ডিএল মেথডে ক্যারিবিয়ানদের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১, যেটি তারা ১০ বল হাতে রেখেই তুলে ফেলে।
শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের কোন ব্যাটারই নিজেদের নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। অভিজ্ঞ দুই ব্যাটারের একজন বাবর আজম ফিরেছেন শূন্য রানে এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩৮ বলে করেছেন ১৬ রান। সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মেষ ম্যাচে ম্যাচসেরা হওয়া হাসান নওয়াজ। হুসাইন তালাতের ব্যাট থেকে এসেছে ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেইডেন সিলস।
১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানের মধ্যেই দুই ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুজনকেই উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন পেসার হাসান আলী। এরপর কিসি কার্টি ৪২ বলে ১৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। তখন দলীয় রান ৪৮।
এরপর রাদারফোর্ডকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক শাই হোপ। ৩৫ বলে ৩২ রান করে মোহাম্মদ নওয়াজের বলে স্টাম্পড হয়ে ফিরেন হোপ। পরের ওভারে রাদারফোর্ডকেও ফেরান এই স্পিনার। ৩৩ বলে ৪৫ করেন রদারফোর্ড। ১০৭ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর ওয়েস্ট ইন্ডিজকে সহজভাবেই লক্ষ্যে পৌঁছে দেন চেজ ও জাস্টিন গ্রিভস। ষষ্ঠ উইকেটে তারা ৭২ বলে ৭৭ রান করেন । চেজ ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট তুলে নেন হাসান আলী ও মোহাম্মদ নাওয়াজ।
গত ছয় বছরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয় পায় তারা। এরপর গতকালের আগ পর্যন্ত ৪ বার ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়ে কোনেটিতেই জিততে পারেনি ক্যারিবিয়ানরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে জয় পায়। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের এই জয়ে সিরিজে এখন ১-১ সমতা চলছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে একই মাঠে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৭ ওভারে ১৭১/৭ (সাইম ২৩, শফিক ২৬, বাবর ০, রিজওয়ান ১৬, তালাত ৩১, আগা ৯, হাসান নওয়াজ ৩৬*, মোহাম্মদ নওয়াজ ৫, আফ্রিদি ১১* ;সিলস ৭-২-২৩-৩, ব্লেডস ৭-০-৪৬-১, শামার ৭-১-২৭-১, মোতি ৮-০-৩১-১, চেজ ৬-০-২৬-১)।
লক্ষ্য: ৩৫ ওভারে ১৮১। (ডিএল মেথড)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.২ ওভারে ১৮৪/৫। (কিং ১, লুইস ৭, কার্টি ১৬, হোপ ৩২, রাদারফোর্ড ৪৫, চেজ ৪৯*, গ্রেভস ২৬ ; আফ্রিদি ৬-০-৩৫-০, আলী ৬.২-১-৩৫-২, আবরার ৭-০-২৩-১, নওয়াজ ৭-০-১৭-২, সাইম ৪-৩৩-০, আগা ৩-০-৩৩-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী (ডিএল মেথড)।